Essential Materials
সার্কিট বোর্ড/Circuit Board
ক্যাপাসিটর/Capacitor - C1:1μF
রেসিস্টর/Resistor- R1-1.5kΩ, R3: 1.5kΩ
ভেরিয়েবল রেসিস্টর/Veriable resistor- (R2: 5-10kΩ))
ট্রান্সিস্টর/Transistor- (Q1: 2N3565)
এনালগ মিটার /Analog meter- (M1: 0-1 mA)
৬ টা পেন্সিল ব্যাটারি(6 pencil battery (1.5*3= ৪.৫ & 1.5*3 = ৪.৫)।
২ টি ইলেকট্রোড / ২ টি ক্লিপ(2 electrode/2 clip )।
প্রথমেই, যাকে পরিক্ষা করবেন, তার হাতে ইলেকট্রোড / ক্লিপ দুটি লাগিয়ে দিন। লক্ষ রাখবেন, আপনার এই দুটি ইলেকট্রোড / ক্লিপ কিন্তু আপনার সার্কিটের ইনপুট হিসেবে কাজ করবে। তাই চামড়ার সাথে এই দুটি ইলেকট্রোড / ক্লিপ যেন ভাল ভাবে সংসুক্ত থাকে। এবার, সার্কিটে দেখানো R2 (ভেরিয়েবল রেসিস্টর)টি কে বাড়িয়ে অথবা কমিয়ে আপনার এনালগ মিটারের মান টিকে শুন্যে নিয়ে আসুন। আপনার সার্কিটের প্রস্তুতি শেষ।
এখন আপনি আপনার প্রশ্ন করুন। যাদি দেখেন, আপনার এনালগ মিটার এর কাটা নেগেটিভের দিকে যাচ্ছে, তবে যাকে আপনি প্রশ্ন করছেন, তিনি মিথ্যা বলছেন।
ব্যাস হয়ে গেল আপনসাধারন মিথ্যা কথা ধরার যন্ত্র।
0 comments:
Post a Comment