Friday, July 14, 2017

Network Connection

Type of Connection

For communication occur, two devices must be connected in some way to the same link at the same time. There are two possible types of connection: 1) point-to-point connection, 2) multipoint connection.

Point-to-point

This type of connection provides a dedicated link between two devices. The entire capacity of the link is reserved for transmission between those two devices.

Connection medium: cable, wire, microwave, satellite links.


Multipoint

A multipoint (multidrop) connection is one in which more than two specific devices share a single link. If several devices can use the link simultaneously, it is a spatially shared connection. If users must take turns, it is a timeshared connection.


Share:

Wednesday, July 12, 2017

Difference between UPS and Inverter

সাধারণত দুইটাই সমান। ইনভার্টর ডিসি পাওয়ার সাপ্লাইকে এসি পাওয়ার সাপ্লাইয়ে কনভার্ট করে।




অন্যদিকে ইউপিএস (Uninterrupted Power Supply) একটা ইলেক্ট্রনিক ডিভাইস যাতে ইনভার্টের টেকনোলজি ব্যাবহার হয়। ইউপিএসের ইনপুট পাওয়ার থাকে এসি পাওয়ার সাপ্লাই তারপর তা ডিসি পাওয়ারে কনভার্ট করে এবং তা জমা রাখে। তারপর আবার ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে কনভার্ট করে এবং স্ট্যান্ডবাই পাওয়ার প্রদান করে যখন ইলেক্ট্রিসিটি চলে যায়। 

UPS
Share:

Tuesday, July 11, 2017

Generator faults and protections

Faults

  • Failure of prime mover 
  • Failure of field 
  • Over current 
  • Over speed 
  • Over voltage 
  • Stator winding fault 
  • Unbalanced loading

Protection 

  • Stator protection 
  • Differential protection (Merz price circulating current scheme) 
  • Protection against motoring 
  • Negative phase sequence protection against unbalanced loading 
  • Field failure protection 
  • Reverse power protection 
  • Inter turn fault protection 
  • Rotor earth fault protection 
  • Overcurrent relays in stator and rotor circuit 
  • Over voltage protection 
  • Over speed protection 
  • Rotor fault protection

Fig: GE Power Generator

Share:

Electro-mechanical relay (EMR) / ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলে

ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলে (EMR)

ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলে হচ্ছে এমন একটি রিলে যার মুভিং কন্টাক(contact) সক্রিয় হয় ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে। এই ম্যাগনেটিক ফিল্ড একটি কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেক্ট্রিক কারেন্টর ফলে সৃষ্ট হয়। যখন কয়েলটি প্রবলভাবে সক্রিয় করা (energized) হয় তখন ইহা মুভিং কন্টাকে স্থির (stationary) কন্টাকের দিকে আকর্ষণ করে। এক কথায় বলতে গেলে, ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলে কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেক্ট্রিক্যাল কারেন্ট ফলে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড ব্যাবহার করে এক বা একাধিক মেকানিক্যাল সুইচ বন্ধ করে।

ছবিঃ ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলে
ছবিঃ ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলে


ব্যবহারঃ

  • সলিনয়েড এক্টিভ কন্ট্রোল।
  • ইলেক্ট্রনিক কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট আলাদা করতে পারে।
  • অটোমোটিভ অ্যাপ্লিকেশান (ইলেক্ট্রিক ফুয়েল পাম্প)।
  • মোটর কন্ট্রোল।

ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলের সুবিধাঃ

  • কন্টাক এ.সি অথবা ডি.সি সুইচ করতে পারে।
  • খরচ কম।
  • কন্টাকের ভোল্টেজ ড্রপ কম, যার ফলে হিট সিঙ্ক দরকার পড়ে না।
  • উচ্চ প্রতিরোধক (resistance) হয় অস্থায়ী (transient) ভোল্টেজ প্রতিরোধ করার জন্য ।
  • ওপেন কন্টাকের মাধ্যমে কোন অফ-স্টেইট (state) লিকেজ(leakage) কারেন্ট হয় না।

ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলের অসুবিধাঃ

  • লোডের উপর নির্ভর করে কন্টাক ওয়ার (wire) এবং তাদের স্থায়িত্ব।
  • কন্টাকের স্থায়িত্ব কমে আসে যখন দ্রুত (rapid) সুইচিং অ্যাপ্লিকেশান এবং উচ্চ (high) লোডের জন্য।
  • কর্মক্ষমতা (performance) কম হয় যখন সুইচিং উচ্চ বেগে (inrush) কারেন্ট প্রবেশ করে।

উল্লেখ যোগ্য বিষয়ঃ

  • কয়েল ভোল্টেজ (Coil Voltage)- ভোল্টেজ সুইচিং এর সময় দরকার হয়।
  • কন্টাক রেটিং (Contact Rating)- কতটুকু কারেন্ট রিলে ধারণ করতে পারে।
  • নরমালি ওপেন (NO) অথবা নোরমালি ক্লোজড(NC)

ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলের অভ্যন্তরঃ



উপরের ছবিটি হল ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলের বেসিক ছবি। একটি স্প্রিং, সচল আর্মেচার(movable armature), ইলেক্ট্রো-ম্যাগনেট, সচল কন্টাক (movable contact) এবং স্থির কন্টাক (stationary contact)। স্প্রিংটি দুই কন্টাকে আলাদা করে রেখেছে যতক্ষণ না পর্যন্ত ইলেক্ট্রো-ম্যাগনেট সক্রিয় হয়ে দুই কন্টাকে একসাথে করেছে।

ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলের ওয়ারিং অবস্থায়ঃ


উপরে আমরা দেখতে পারছি যে ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলের ওয়ারিং অবস্থা। যখন কন্ট্রোল সার্কিট ইলেক্ট্রো-ম্যাগনেটকে অন করে তখন সচল আর্মেচার ইলেক্ট্রো-ম্যাগনেটের প্রতি আকৃষ্ট হয় এবং সচল কন্টাক ও স্থির কন্টাককে যুক্ত করে। এইটা সার্কিটটা সম্পূর্ণ করে এবং লোডের কাছে পাওয়ার সররাহ করে।

ইলেক্ট্রো-মেকানিক্যাল রিলের উদাহরণঃ

ধরি, পানি নিস্কাশনের (drain) জন্য একটি সলিনয়েড বাল্ব কন্ট্রোল করা প্রয়োজন। এই কন্ট্রোলটা হবে মাইক্রো-কন্ট্রোলার দ্বারা। সলিনয়েড বাল্ব খোলার জন্য দরকার ১২০ ভোল্ট এ.সি। ধরি, ওই ১২০ ভোল্ট এ.সি পাওয়ার সাপ্লাইও আছে। এখন কিভাবে ৫ ভোল্ট ডি.সি পাওয়ার সাপ্লাই দিয়ে মাইক্রো-কন্ট্রোলার দ্বারা সলিনয়েড বাল্ব কন্ট্রোল করা যাবে। 

রিলে দ্বারা সহজে এই সমস্যা সমাধান করা যায়। অনেক রিলে আছে যারা ৫ ভোল্ট ডি.সি কয়েল দ্বারা বাল্ব অন অফ করা যায়। রিলে মাইক্রো-কন্ট্রোলার এবং ১২০ ভোল্ট এ.সি পাওয়ার সাপ্লাই এর মধ্যে ইন্টারফেস প্রদান করে যা বাল্ব খোলার ও বন্ধ করার জন্য প্রয়োজন। 



Share:

Wednesday, July 5, 2017

The History of First Mobile Phone (video)


Video courtesy of ColdFusion

The world’s first mobile phone call was made on April 3, 1973, when Martin Cooper, a senior engineer at Motorola, called a rival telecommunications company and informed them he was speaking via a mobile phone. The phone Cooper used, if you could call it that, weighed a staggering 1.1kg and measured in at 228.6x127x44.4mm. With this prototype device, you got 30 minutes of talk-time and it took around 10 hours to charge



**This is not paid endorsement**


Share:

Saturday, July 1, 2017

Network and Network Criteria

Network

A network is a set of devices (nodes) connected by communication links. A node can be a computer, printer, or any other device capable of sending or receiving data generated by other nodes on the network.


Fig: Network

Network criteria


A network must be able to meet a certain number of criteria.


Performance
Performance can be measured in many ways, including transit time and response time. 
  • Transit time: The amount of time required for a message to travel from one device to another.
  • Response time: The elapsed time between an inquiry and a response.
  • Performance factor
    1. Number of users
    2. Transmission medium
    3. Capabilities of connected hardware
    4. Efficiency of the software
  • Performance evaluated by two networking metrics: throughput and delay. We often need more throughput and less delay.
Reliability 
Reliability measured by
  • The frequency of failure
  • The time it takes a link to recover from a failure
  • The network’s robustness in a catastrophe
Security
Network security issues include protecting data from
  • Unauthorized access 
  • Damage and development 
  • Implementing policies and procedure for recovery from breaches and data losses.
Share:

Total Pageviews

Categories